লিফট, এসকালেটর ও মুভিং ওয়াক
স্থাপনের পর নিয়মিত পরিদর্শন, টেস্টিং ও রক্ষণাবেক্ষণ করতে হবে
যাতে সেফ অপারেশন নিশ্চিত হয়।
নিয়মিতভাবে ক্লিনিং ও সংশ্লিষ্ট
যন্ত্রাংশের লুব্রিকেশন করতে হবে। প্রয়োজন মোতাবেক উপযুক্ত ও দক্ষ ব্যক্তি দ্বারা পর্যাপ্ত
সার্ভিসিং করতে হবে যাতে সেফ কনডিশন বজায় থাকে। লিফট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে
আলোচনাক্রমে একটি সঠিক রক্ষণাবেক্ষণ সিডিউল তৈরি করে তা কড়াকড়িভাবে অনুসরণ করতে হবে।
লিফট এর ক্ষেত্রে ছয় মাসে
কমপক্ষে একবার অ্যয়ার রোপ, ল্যান্ডিং কমপোনেন্ট, কার ডোর, ডোর ইন্টারলকিং মেকানিজম,
ব্রেক, গিয়ার, সেফটি গিয়ার কমপোনেন্ট, গাইড, রোলার, চ্যানেল ইত্যাদি সঠিক আছে কিনা
পরীক্ষা করে দেখতে হবে।
রোপ প্রতিস্থাপনের সময় ড্রাম
গ্রুভ, সিভ, পুলে ইত্যাদি পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনবোধে বদলাতে হবে।
এসকালেটর ও মুভিং ওয়াক এর
ক্ষেত্রে ছয় মাসে কমপক্ষে একবার ব্যালাসট্রেড, হ্যান্ডরেল, ট্রেড ওয়ে ইন্টারকানেকশন,
কম্বপ্লেট, স্পিড গভর্নর, ড্রাইভ, চেইন, ননরিভার্সাল ডিভাইস,
ব্রেক, গিয়ার ইত্যাদি সঠিক আছে কিনা পরীক্ষা করে দেখতে হবে।
সতর্কতা
কোন আনঅথরাইজড্ ব্যক্তি লিফট
অপারেট করতে পারবে না। যে সময়ের জন্য লিফট এর ব্যবহার বন্ধ রাখা হয় ঐ সময়ে এটি চালু
করা যাবে না।
লিফট চালু অবস্থায় লিফট পিটে
কেউ থাকতে পারবে না। পিটে কাজ করার সময় কাউন্টারওয়েট এর আঘাতে যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত সতর্কতা অবলম্বন
করতে হবে।
লিফট
পরীক্ষা বা মেরামতকালে অন্য কোন ব্যক্তি এটি এমনভাবে অপারেট করবে না যাতে কর্মরত
কর্মীদের সেফটি ঝুঁকির মখোমুখি হতে হয়।