সোলার প্যানেল
সৌর বিদ্যুৎ উৎপাদনের প্রধান উপকরণ হলো সোলার প্যানেল যা অনেকগুলো সৌর কোষের
সমন্বয়ে গঠিত। সৌর কোষ সিলিকন পদার্থের তৈরি। সৌর কোষগুলোর মডিউল এমনভাবে বিন্যস্ত
করা হয় যেন সূর্যের আলোর উপস্থিতিতে বিদ্যুৎ উৎপন্ন হয়।
সোলার প্যানেল স্থাপনের
জন্য উপযুক্ত স্থান হলো যে কোন খোলা জায়গা যেমন- দালানের ছাদ, খোলা ময়দান, টিনের বা
শনের ঘরের চালা ইত্যাদি। এমনকি দালানের সাউথ এলিভেশন বরাবর প্যানেল স্থাপন করা যেতে
পারে, আবার প্যানেলের সাহায্যে ঘরের চালাও তৈরি করা যেতে পারে। তবে আসল কথা হলো প্যানেলের
অবস্থান এমন হতে হবে যেন তা দিনের বেলা অধিকাংশ সময় সর্বোচ্চ সূর্যালোক থেকে বঞ্চিত
না হয়। সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের কয়েকটি উদাহরণ নিম্নে
দেওয়া গেল-
সোলার প্যানেল
সোলার সিস্টেমের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা
সাধারণ অর্থে সিস্টেমের সোলার প্যানেলের আকার, সংখ্যা, কর্মক্ষমতা ইত্যাদির উপর
নির্ভর করে। বাসগৃহে সাধারণত যে সোলার প্যানেল আমরা ব্যবহার করি
তার প্রতিটিতে ৪০ টি সৌর কোষ থাকে। চাহিদা অনুযায়ী বিদ্যুতের
পরিমান ও তদনুসারে সোলার প্যানেলের সংখ্যা নির্ণয়পূর্বক দালানের
ছাদে বা রৌদ্র প্রাপ্তির জন্য কোন সুবিধাজনক স্থানে স্থাপন করে সৌর বিদ্যুৎ তৈরি
করা হয়। পৃথিবীজুড়ে সৌর শক্তির ব্যবহার নিয়ে যেসব বৈজ্ঞানিক গবেষণা চলছে তা মূলত
এই সৌর কোষ তথা সোলার প্যানেলের কর্মক্ষমতা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে। এখন পর্যন্ত
বানিজ্যিকভাবে আমরা যে প্যানেলগুলো ব্যবহার করছি তার কর্মক্ষমতা মাত্র শতকরা ১২ থেকে
১৮ ভাগ। একটি চমৎকার রৌদ্রজ্জ্বল দিনে বিজ্ঞানীরা একটি সোলার
প্যানেলের কর্মক্ষমতা শতকরা ৪৫ ভাগ পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম
হয়েছেন। তবে এসবই হয়েছে গবেষণাগারে, যা একনও সাধারণের ব্যবহার উপযোগী করা সম্ভব
হয়নি। আশা করা যেতে পারে, অতি শীঘ্রই শতকরা অন্তত ২৫ ভাগ কর্মক্ষমতা সম্পন্ন সোলার
প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
- দালানের ছাদে বা পানির ট্যাংকে সোলার প্যানেল স্থাপন করে বাসাবাড়ি বৈদ্যুতিক আলোয় আলোকিত করা যায়।
- আমাদের দেশের বড় শহরগুলোতে (যেমন- ঢাকা, চট্টগ্রাম) যেসব শপিংমল বা ব্যবসা প্রতিষ্ঠান দক্ষিণমূখী, সেগুলোর বাইরে সাধারণ কাচের পরিবর্তে সোলার প্যানেল স্থাপন করে উক্ত মলের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ মিটানো যেতে পারে।
- ফিলিং স্টেশন, টোল স্টেশন, হাইওয়ে প্রভৃতি খোলা জায়গায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ঐসব স্থাপনার বিদ্যুৎ চাহিদা মিটানো যায়।
- চা বাগানের সেডট্রি, স্ট্রিট লাইট পোস্ট ইত্যাদির সাথে সোলার প্যানেল স্থাপন করে বাতি জ্বালানোর ব্যবস্থা করা যেতে পারে।